Wednesday, December 8, 2010

 আজ ঢাকায় আসছেন শাহরুখ

আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন শাহরুখ খান। কাল শুক্রবার আর্মি স্টেডিয়ামে কিং খান লাইভ ইন ঢাকা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিশেষ বিমানে তাঁর সঙ্গে আসছেন স্ত্রী গৌরী খান, দুই সন্তান আরিয়ান ও সুহানা, বলিউড তারকা রানী মুখার্জি, ইশা কোপিকার, অর্জুন রামপাল, শেফালি জরিওয়ালা, গণেশ হেজ ও নিরাজ শ্রীধর। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন কুমার বিশ্বজিৎ ও প্রান্তর। ভারতের মুম্বাই থেকে আরও আসছে ৪৮ জনের একটি নাচের দল।
কিং খান লাইভ ইন ঢাকা অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে শাহরুখ ও তাঁর সঙ্গীদের আসার সময়টি গোপন রাখা হচ্ছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহরুখ ও তাঁর সঙ্গীদের নিয়ে যাওয়া হবে র্যাডিসন হোটেলে। এরই মধ্যে তাঁদের জন্য ৮০টি কক্ষ বরাদ্দ রাখা হয়েছে।
এদিকে শাহরুখ ও তাঁর সঙ্গীদের নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী, বিমানবাহিনী, র্যাব ও এলিট ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, তাঁরা এরই মধ্যে শাহরুখ ও তাঁর সঙ্গী এবং কিং খান লাইভ ইন ঢাকা অনুষ্ঠানের নিরাপত্তার জন্য সব প্রস্তুতি চূড়ান্ত করেছেন।
এদিকে শাহরুখের বন্ধু ও চলচ্চিত্রনির্মাতা করণ জোহর গতকাল বুধবার নিজের টুইটারে লেখা এক বার্তায় জানিয়েছেন, কফি উইথ করণ অনুষ্ঠানে এবার তিনি শাহরুখকে এককভাবে আমন্ত্রণ জানিয়েছেন। গত সোমবার ওই অনুষ্ঠানের শুটিং শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে, আজ বিকেলের যেকোনো সময় ঢাকার উদ্দেশে রওনা দেবেন শাহরুখ।

No comments:

Post a Comment